নিখুঁত বলগুলো নিয়েই ব্যস্ত ছিলেন জাগলার।
বেখেয়ালে,
পোশাকের হাতা গলে ঝরে পড়েছে রংধনু
ছিট কাপড়ের রুমালে উড়েছে পায়রা কিংবা শালিকের দল
হয়তো একটা দু'টো খরগোশ ঘুরেছে থ্যাবড়ানো জুতোর আশেপাশে।
ধীরে ধীরে,
রোদ বেড়ে এলে
হাতের নিপুণ কারসাজিতে চোখে উঠেছে পুরোনো রোদ চশমা
গাল বেয়ে ঝরেছে কস্তুরী ঘামের ফোঁটা
তবুও থামেনি জাগলারি।
দাঁড়িয়ে ছিলেন বিস্তৃত মাঠের মধ্যিখানে,
আশেপাশে ছিলোনা দর্শকের গুঞ্জন কিংবা হাততালি।
শুধু দুপুরের হাওয়া,
তাকে উড়িয়ে নিয়েছিলো প্রিয়তম জানালাতে
কস্তুরী ঘ্রাণ এঁকে দিয়েছিলো অবিশ্বাস্য ছবি
দেয়ালে, আর শশব্যস্ত পথিকের চোখের পাতায়...
বেখেয়ালে,
পোশাকের হাতা গলে ঝরে পড়েছে রংধনু
ছিট কাপড়ের রুমালে উড়েছে পায়রা কিংবা শালিকের দল
হয়তো একটা দু'টো খরগোশ ঘুরেছে থ্যাবড়ানো জুতোর আশেপাশে।
ধীরে ধীরে,
রোদ বেড়ে এলে
হাতের নিপুণ কারসাজিতে চোখে উঠেছে পুরোনো রোদ চশমা
গাল বেয়ে ঝরেছে কস্তুরী ঘামের ফোঁটা
তবুও থামেনি জাগলারি।
দাঁড়িয়ে ছিলেন বিস্তৃত মাঠের মধ্যিখানে,
আশেপাশে ছিলোনা দর্শকের গুঞ্জন কিংবা হাততালি।
শুধু দুপুরের হাওয়া,
তাকে উড়িয়ে নিয়েছিলো প্রিয়তম জানালাতে
কস্তুরী ঘ্রাণ এঁকে দিয়েছিলো অবিশ্বাস্য ছবি
দেয়ালে, আর শশব্যস্ত পথিকের চোখের পাতায়...