শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪

একশ' আটষট্টি বিয়োগ আটচল্লিশ...

ধারালো স্কালপেল সম্মোহনী আকর্ষণে ডাকে...

"এসো,
ক'ফোঁটা রক্তের স্বাদ নিই
ঝলমলে ইস্পাত ঠোঁটে।"

ঘোরগ্রস্ত হাতে চলে নিষিদ্ধ ইস্পাত
রক্তের আঁশটে ঘ্রাণে মাতোয়ারা বাতাস
সময় জমাট বেঁধে আসে
ধূলিকণা আর আলোকরশ্মীও উৎসুক।

হঠাত!
নেমে আসে প্রতিজ্ঞার দেবদূতেরা
ভেঙে যায় ইস্পাত ঘোর...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন