বিয়োগ অংক কষার দিনগুলোতে
শহর জোছনা ভেজা নদী হয়
রাতজাগা পাখিদের দল
আইসিসের কাছে উড়ে যেতে চেয়ে রক্তাক্ত
অনিবার্য ভোর আসে অভিশাপ নিয়ে
চোখ আর মন জুড়ে দগদগে ক্ষত
এখানে যন্ত্রদানবের গর্জনে ঘোর ভাঙে
প্রায় স্থবির শরীরে ছোটে এড্রিনালিন সেনা
ডান বাম ডান
ডান বাম ডান
সময় সিড়িপথের শেষ ধাপে লেখা
বিয়োগফল মূলত শূন্য...
শহর জোছনা ভেজা নদী হয়
রাতজাগা পাখিদের দল
আইসিসের কাছে উড়ে যেতে চেয়ে রক্তাক্ত
অনিবার্য ভোর আসে অভিশাপ নিয়ে
চোখ আর মন জুড়ে দগদগে ক্ষত
এখানে যন্ত্রদানবের গর্জনে ঘোর ভাঙে
প্রায় স্থবির শরীরে ছোটে এড্রিনালিন সেনা
ডান বাম ডান
ডান বাম ডান
সময় সিড়িপথের শেষ ধাপে লেখা
বিয়োগফল মূলত শূন্য...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন