অস্তগামী চাঁদের সাদা জোছনা ছড়িয়ে পড়ে সবুজ চাদরে/ আলো অন্ধকার আটকা পড়ে মীনচোখ বৃত্তে/ মাৎসন্যায় ঘটে যায় রক্তমাখা তীর সঞ্চালনে/ সবাই বন্দী রয় বৃত্তে...
শনিবার, ৮ নভেম্বর, ২০০৮
বাস্তব চিত্রনাট্য-৩
প্রথম দৃশ্য:সকাল ১১টা ২৫মিনিটসুসজ্জিত একটি অফিস...(ক্যামেরা পুরো অফিস ঘুরে রিসেপশনে আসলো)রিসেপশনে একজন সুবেশী ভদ্রলোক...বসে আছেন,হাতে পত্রিকা,সাথে একটি সাইড ব্যাগ...(ক্যামেরা তার উপর স্থির)অফিসের ভিতর থেকে একজন রিসেপশনে এলেন...সুবেশী ভদ্রলোক এর সাথে তার কথপোকথন...(ক্যমেরা সুবেশী ভদ্রলোকের মুখে)সুবেশী ভদ্রলোক: গুড মরনীং, স্যার কেমন আছেন?(ক্যমেরা অফিসারের মুখে)অফিসার: জ্বী, ভালোই। কিন্তু আপনি......(ক্যমেরা সুবেশী ভদ্রলোকের উপর)সুবেশী ভদ্রলোক: জ্বী স্যার আমি আসলে একটা অফার নিয়ে এসেছি।(সুবেশী ভদ্রলোকসাইড ব্যাগ থেকে একটা মোটা বই বের করলো) (ক্যমেরা দুজনকে একই ফ্রেমে রাখবে)আমরা আপনাকে এনসাইক্লোপিডিয়ার একটা সেট খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি।স্যার আমরা এই সেট টা সরসরি ইউ.কে থেকে আনি এবং.......(ক্যমেরা অফিসারের মুখে)অফিসার: (থামিয়ে দিয়ে) বুঝতে পারছি। আমার আপাতত এটা লাগবেনা। থাংকস এনিওয়ে। আর নেক্সট টাইম আর আপনার আসা লাগবেনা। আপনার ফোন নাম্বার দিয়ে যান, যদি দরকার হয় তাহলে আমি আপনাকে ফোন দেব।(ক্যমেরা অফিসারের উপর)অফিসার কোন বিদায় সম্ভাষণ না জানিয়ে ঘুরে ভিতরে চলে গেলেন(ক্যামেরা সুবেশী ভদ্রলোকের মুখে)সুবেশী ভদ্রলোকের মুখে তীব্র হতাশার ছায়া...বইটা ব্যগে ভরতে ভরতে মনে মনে বলছে..."কেন যে মাস্টার্স ডিগ্রী টা নিতে গিয়েছিলাম? এর চেয়ে মুদী দোকান দিলেও তো ভাল হত। অন্তত দুই সেট বই বিক্রী করতে না পারলে তো বেতনও পাবোনা..."কিছুটা বিষণ্ণ মনভাব, ঝুঁকে পড়া কাঁধ, ভারী একটা সাইড ব্যাগ নিয়ে তার প্রস্থান।(ক্যামেরা তার পিঠে স্টিল। ফেড আউট)__বাস্তব চিত্রনাট্য-৩ এর সমাপ্তি__
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন