অস্তগামী চাঁদের সাদা জোছনা ছড়িয়ে পড়ে সবুজ চাদরে/ আলো অন্ধকার আটকা পড়ে মীনচোখ বৃত্তে/ মাৎসন্যায় ঘটে যায় রক্তমাখা তীর সঞ্চালনে/ সবাই বন্দী রয় বৃত্তে...
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০০৮
অপরাধবোধ ?
আমার ছোট বোনটা মানসিক প্রতিবন্ধী।আমি তখন ক্লাস ফোর বা ফাইভ এ পড়ি।আমার বোন প্রথম পৃথিবীর আলো দেখলো। সময়ের ৩ মাস আগেই।ও কেবল বসা শিখছে,আধো আধো বোলে কিছু বলতে চায়। সবার আদরে আদরে ওর সময় যায়। এমন এক দিনে দুপুরবেলা সে ঘুমুচ্ছে। আমি খাওয়া শেষ করেছি বাকি সবাই খেতে বসেছে। আমি ওর পাশে শুয়ে গল্পের বই পড়ছি। হঠাৎ সবার খাওয়া যখন মাঝপথে তখন ও জেগে গেলো।আমি ওর সাথে খেলছি, এমন সময় আমার মাথায় কি যে ভুত চাপলো আমি ওকে আমার এক কাঁধে তুলে নিলাম আরেক হাতে বই এভাবে আমি খাবার টেবিলের দিকে এগোলাম।প্রায় পৌছে গিয়েছি, এমন সময় ব্যালেন্স হারালাম।ও আমার কাঁধ থেকে পড়ে গেলো। মাথায় প্রচন্ড আঘাত পেলো।আমি জানিনা আমিই দায়ী কিনা। তবু সুপ্ত একটা অপরাধবোধ আমাকে তাড়া করে। সবসময়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন