রবিবার, ১৮ জানুয়ারী, ২০০৯

হাতুড়ে কাব্য-২১ (পুরোনো রাস্তা কিংবা স্মৃতি)

শেষ মাঘের শীতার্ত বিকেল;মরাটে হলদে আভা মাখানোছায়া ঢাকা ধুসর পীচের মসৃণ রাস্তা;এদিক ওদিক খোলামকুচির মতছড়ানো ছিটানো কিছু আলোর টুকরো;হঠাৎ একঝলক হাওয়া---ঝিরঝির শব্দ তুলে উড়তে থাকাপাতা; খুলে যাওয়া স্মৃতির দরজা;সব একাকার হয়ে যায়।তারুণ্য, কৈশোর, শৈশব............মন ডুবে যায় অতীতে,বর্তমান ঢেকে যেতে থাকে কুয়াশায়,আচমকা ঘোলাটে চাঁদের আলো---ফিরিয়ে আনে বহু ব্যবহৃত পুরোনো রাস্তায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন