চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ে নিউরনে নিউরনে
গাছেরাও চলে যায় মেঘস্পর্শ এড়িয়ে
রোদার্ত মগজের খোঁজে।
টুপটাপ ঝরে ঝরে পড়ে জোছনা, চাঁদের কলসী ভেঙ্গে...
প্রসারিত বুকের গহন গভীরতা থেকে
ভেসে ওঠে স্ম্বতির শুশুক।
টুকটুকে লাল বউমনিরা বেনারসী আড়মোড়া ভাঙ্গে টুং টাং চুড়ির ছন্দে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন