সোমবার, ১৬ আগস্ট, ২০১০

(সমর্পিত স্বপ্নেরা কথা বলে ওঠে নিঃশব্দে)

সাদা থেকে ধবধবে উড়ে গেছে সন্তর্পনে

কুচকুচে এসে খুঁটি গাড়ে স্বপ্নের আনাচে কানাচে

নয় কিংবা তার গুণিতক গাঁদা স্নিগ্ধতা নিয়ে ছুঁয়ে
আছে চোখের তারা
রেটিনা।

অন্ধবিন্দুতে আলোর প্রতীক্ষায় বসে থাকা অনিবার্য নিয়তির...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন