সোমবার, ১৬ আগস্ট, ২০১০

(বৃশ্চিক নবান্নের প্রাক্কালে)

বালুঘড়ি থেকে প্রতিনিয়ত পড়ে যায়

সময়;

অসময়;

সুসময়;

দুঃসময়;


পূর্ণতা পাচ্ছে মে-ফ্লাই
নিষেকার্থে, একদিনের জীবনে।

স্বেচ্ছা পশুরা বিবিধ ফ্রিজারের শীতনিদ্রা অবসানে নামছে
চারণ ভুমিতে। বৃশ্চিক নবান্ন ছড়িয়ে দিতে হবে দেহ থেকে দেহে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন