শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০১০

অস্থির পংক্তিগুলো

*
আমার ঘরের দেয়ালে হাঁটু গেড়ে বসে আছে পোষা পাপ
ডায়েরীর পাতায় থাকা নানা বর্ণের অক্ষরগুলো ভীড় করছে তার চারপাশে,
আগুনের আকর্ষণে যেমন ছুটে আসে মৃত্যুপায়ী বোকা পোকারা।

আমি আগুনের কারবারি, কাগজের ঘরে বসে তৈরী করি লাল-নীল-সাদা-কালো আগুন।

**
ডানা মুড়ে বসার অনুমতি চেয়ে আবেদন করেছে দেশান্তরী পাখির দল,
আমরাও অপেক্ষায়।
এদিকে শান পাথরের শরীর গরম হয়ে উঠছে ধারালো ধাতবের আনাগোনায়।

***
সুরক্ষিত সময়
হাত ফসকে পড়ে গেলো পানিতে
চমকে,
উড়ে গেলো একঝাঁক জোনাকী আর আলেয়ার আভা।

****
গোধুলীর আলো ছায়া ফেলে যায় জন্মান্ধ ঘোলাটে মণিতে
তৃষ্ণার্ত ঠোঁটের স্পর্শে জাগে জলের জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন