সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৩

আত্মমগ্ন কথামালা (মৃত্যু)

জানুয়ারী ৯, ২০১০ - ২:১৬ অপরাহ্ন 
 
আয়নাতে দেখি দু'টো অপরিচিত চোখ তাকিয়ে রয়েছে
সকালের জুতোগুলো চিত্কার করে বলে চিনি না তোমাকে
শার্ট বা টি-শার্টেরা, মনিবের গন্ধ ভুলে যাওয়া কুকুরের মতো
দূরে দূরে সরে যেতে চায়
গলার স্বরে শুকনো পাতাদের প্রতিধ্বনি
চমকে দেয়
দুপুরের রোদ-বিকেলের প্রলম্বিত ছায়া-রাতের নৈঃশব্দ ঘেরা অন্ধকার
ধূলিকণার চুমুতে শিহরিত, মৃত এবং উত্থানরহিত দেহের প্রতিটি কোষ |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন