মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

ভাস্কর'দার সাথে কথা বার্তা

মে ৯, ২০১২ - ১২:৪৫ পূর্বাহ্ন 

রায়েহাত শুভঃ- রাত জেগে জেগে ক্লান্ত চাঁদটা যখন ঘুমিয়ে পড়ে পশ্চিমের কামরায়
তার কিছুটা আগে থেকেই শুরু হয় পথ চলার গান...
ভাস্কর'দাঃ- প্রতি দিন তার ঘুমের রুটিন পাল্টে গেলে
পথ চলা কিম্বা গানের রুটিনো কি তবে পাল্টে যায়?
রায়েহাত শুভঃ- গানের রুটিন পালটায় ঋতুচক্রের পালাবদলে
পথচলাও বদলে যায় সময় বদলানোর সময়ে...
ভাস্কর'দাঃ- যখন দিবস দীর্ঘ হয় তখন পথের দৈর্ঘ্য
কার সাথে তবে যাতায়াত করে‍! নাকি পথের সীমানা
অন্ধকার চাঁদ অথবা পথিক কারো নিয়ম মানে না...
রায়েহাত শুভঃ- পথিকেরই সব দায়,
পথ থাকে পথেরই মতো।
পথিক নিয়ম ভাঙে এবং গড়ে
পথ তার রুক্ষ্ম বুকে ধারণ করে রাখে পথিকের হাসি কান্না দুঃখ সুখ...
ভাস্কর'দাঃ- তবে ইতিহাসে শুনিয়াছি পথের আরম্ভ কিম্বা শেষ
কেবল পথিক নিজেই সাজায়, পথের আসলে কোনো
অস্তিত্ব থাকে না পথিকের পদছাপ ছাড়া...
রায়েহাত শুভঃ- পথিকের প্রতিটা পদছাপে লেখা থাকে তার
দুর্বিনীত অনুভব, পথই হয়ে ওঠে লেখবার খাতা।
রোদ এবং ধুলোরা ছড়িয়ে পড়ে বিষণ্ণ ঘরের কোনায় কোনায়
যেখানে শ্বাস ফেলে নীলচে আলো আর সেতারের সুর...
ভাস্কর'দাঃ- মাঝে মাঝে পথিকের না লেখার অভিমান থাকে
তখন পথের ঠিকানায় পথ শব্দ লেখা অপরাধ
রোদ্দুর পড়েছে মাটির দলায় আর সেতারের সুর
উড়িয়ে নিয়েছে কিছু ধুলো...অলস পথিক বাস্তবিক
পথের অস্তিত্ব বেধে দিয়ে ঈশ্বরের মতো ছেলেখেলা খেলে...
রায়েহাত শুভঃ- অপরাধ জেনেও পথিক লিখে যায় পথ শব্দ
অভিমানে, ঈর্ষায় আর বোকা বোকা রাগে
ছলছল মেঘের কার্ণিশে বাসা বাঁধা রঙধনু,
নতুন সুরের সুচনা করে পথিকের অন্ধ চোখে।
গানগুলো সব পদাবলী হয়ে ওঠা সাময়িক সন্ধ্যালোকে
পথিক চলতে থাকে পথ...
পূর্ণ যুবতী চাঁদ উঠে আসে পূর্বের সিড়ি বেয়ে
রাতের শরীরে জড়িয়ে নিয়ে জোছনার আঁচল...
______________________________________
শুরুটা ফেসবুক স্ট্যাটাস হিসেবে।
সেখান থেকে দুজনেই উৎসাহী হয়ে কথাবার্তা চালিয়ে গেলাম। সবশেষে ব্লগে পূর্ণ আকারে রেখে দেওয়া...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন