সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৩

আত্মমগ্ন কথামালা (কিছু দ্বিধান্বিত পংক্তি)

মার্চ ৯, ২০১০ - ১০:১০ অপরাহ্ন

*

পরিযায়ী পাখার বিস্তারে জমাট অসুখের বিকি-কিনি

কসমোপলিটন পতঙ্গের সুপার-শপের কাউন্টারে
**

ক্লান্তির ট্যালকম পাউডারের অবাধ ব্যবহার

শৈল্পিক রাত এঁকে দেয় অধরা মৌমাছির প্রতিটি চোখের নিচে
***

বিয়ার কিংবা কফি ফ্রথে একটু আধটু হিসেবী চুমুকে

নির্ণয় হয় আপেক্ষিক মূল্য পার্থক্য
****

স্ট্রাকচারাল গাইড লাইন ব্যতিরেকে গড়ে ওঠা সম্পর্ক

মুহুর্তেই ধুলিসাত হয় শেয়ার সূচকের দর পতনের শব্দে
*****

কালো গাইয়ের দুধ দিয়ে চাঁদ মামাকে ভুলানো হয়ে ওঠে না

এখানে এখন এক পেগ শ্যাম্পেন অনেক বেশি কার্যকর ভুমিকা পালন করে
******

আলোকবিন্দু খুঁজে ফেরা জোনাকিরা ঘরে ফেরে

অনিচ্ছুক অন্ধকারের সওদা নিয়ে
*******

সন্দেহের আলো বিশ্বাসের অন্ধকার চিড়ে চিড়ে যায়

আর ঢালু পথ বেয়ে উঠে আসে সম্পর্কের অনাস্থা
********

লাশপথে মিছিল করে আসে জীবনের সৈনিকেরা

এদিকে কম্পোস্ট সারে উর্বরা হয়ে ওঠে সবুজ পতাকার বুক
*********

ঘাসের উপর শিশির জমে থাকা না থাকে কিছু এসে যায় না অনেকেরই

শুধু চোখের কোণে জমলেই মাথা তুলে দাঁড়ায় আমার যত পাপ
**********

বিশ্যল্যকরণী বৃক্ষের শেকড় খেয়ে গেছে কর্পোরেট ইঁদুর

এবার দুনিয়া কাঁপানো কয়েক মিনিট অভিনয়ের পালা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন