ফেব্রুয়ারী ২০, ২০১২ - ১১:৩৩ পূর্বাহ্ন
নিজেরে কোনোদিনই এক্সপ্রেসিভ রোমান্টিক হিসাবে ভাবি নাই। রোমান্টিকতা কেমনে দেখাইতে হয় সেইটাও জানি না। তয় মাঝে মাঝে নিজের একটা আচরণের পর যখন আরেকজনের আচরণ ব্যাকফায়ার করে তখন বুঝি আসলে কি করা উচিত আছিলো। কিন্তু তখন আর সেইটা শুধরানির কোনো উপায় নাই। মইধ্যে দিয়া চেহারা, মন ইত্যাদি ভেচকাইয়া যায়। এই টাইপের রোমান্টিকতার অসুখ ছুইড়া ফালায়া রাখছিলাম বহুতদিন ধইরাই। কিন্তু, কিছুদিন হইলো সেই রোগ আবার ফেরত আসছে। নিজেরে নিয়া কিছু উচ্চাশা তৈরী হইছিলো, সেইটা পুরাই ধুলিস্মাৎ হইয়া গেছে। একসপ্তা হইয়া যাইতেছে এই গ্লুমি ভাবটা কাটতেছে না। যারে লইয়া এই ভাব চক্কর, সেও ভীষণ ভাবে চুপচাপ হইয়া আছে। এইটা আরো বেশী প্রদাহ দিতেছে...
সেদিন ভাস্করদার লিংক থিকা পটা'র গাওয়া কলঙ্কিনী রাধা গানটা নামাইছি। এত সুন্দর ভাবে কেমনে মানুষ গান গায়, খালি শুনতেই ইচ্ছা হইতেছে। লগে জাগরনে যায় বিভাবরী...
একজন একটা লেখা লিখতে কইছিলো। সেইটাও প্রেস রিলিজ টাইপের লেখায় পর্যবসিত হইয়া গেছে। সেই ভাইজানের কাছে সরি আছি। এত্ত বেশী পেইন নিয়া প্রেস রিলিজের বাইরে কিছু লিখতে পারতেসিনা বইলা।
আইজকা রাইতে ভাবছিলাম টিএসসি এলাকায় ছবি টবি তুলমু, কিন্তু কোনো টান পাইতেছিনা ভেতর থিকা। মনেহয় হইবো না। মনেহয় কী, আসলেই হইবো না। যাউজ্ঞা। অনেক বেশী হাবিজাবি হাবিজাবি লিখা ফেললাম...
নিজেরে কোনোদিনই এক্সপ্রেসিভ রোমান্টিক হিসাবে ভাবি নাই। রোমান্টিকতা কেমনে দেখাইতে হয় সেইটাও জানি না। তয় মাঝে মাঝে নিজের একটা আচরণের পর যখন আরেকজনের আচরণ ব্যাকফায়ার করে তখন বুঝি আসলে কি করা উচিত আছিলো। কিন্তু তখন আর সেইটা শুধরানির কোনো উপায় নাই। মইধ্যে দিয়া চেহারা, মন ইত্যাদি ভেচকাইয়া যায়। এই টাইপের রোমান্টিকতার অসুখ ছুইড়া ফালায়া রাখছিলাম বহুতদিন ধইরাই। কিন্তু, কিছুদিন হইলো সেই রোগ আবার ফেরত আসছে। নিজেরে নিয়া কিছু উচ্চাশা তৈরী হইছিলো, সেইটা পুরাই ধুলিস্মাৎ হইয়া গেছে। একসপ্তা হইয়া যাইতেছে এই গ্লুমি ভাবটা কাটতেছে না। যারে লইয়া এই ভাব চক্কর, সেও ভীষণ ভাবে চুপচাপ হইয়া আছে। এইটা আরো বেশী প্রদাহ দিতেছে...
সেদিন ভাস্করদার লিংক থিকা পটা'র গাওয়া কলঙ্কিনী রাধা গানটা নামাইছি। এত সুন্দর ভাবে কেমনে মানুষ গান গায়, খালি শুনতেই ইচ্ছা হইতেছে। লগে জাগরনে যায় বিভাবরী...
একজন একটা লেখা লিখতে কইছিলো। সেইটাও প্রেস রিলিজ টাইপের লেখায় পর্যবসিত হইয়া গেছে। সেই ভাইজানের কাছে সরি আছি। এত্ত বেশী পেইন নিয়া প্রেস রিলিজের বাইরে কিছু লিখতে পারতেসিনা বইলা।
আইজকা রাইতে ভাবছিলাম টিএসসি এলাকায় ছবি টবি তুলমু, কিন্তু কোনো টান পাইতেছিনা ভেতর থিকা। মনেহয় হইবো না। মনেহয় কী, আসলেই হইবো না। যাউজ্ঞা। অনেক বেশী হাবিজাবি হাবিজাবি লিখা ফেললাম...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন