মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

শিরোনামহীন

মার্চ ২৫, ২০১২ - ১২:৪৯ পূর্বাহ্ন

অন্য কোথাও
আলতো করে ছুঁয়ে দিতেই ফুটে উঠলো সহস্র অপরাজিতা
পৃথিবীর সবটুকু নীল বুকে নিয়ে।
এই নগরে
এখনো বিকেলের মৃত আলো বিশ্রাম নেয় হাতেগোনা জানালার কপাটে।
আর, কিছু অবিন্যস্ত চোখের কার্ণিশে জমা হয় জলফড়িঙের বৃষ্টিগান
রাত জাগা তারার ছায়া পড়ে অন্য তারার বুকে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন