সোমবার, ১ এপ্রিল, ২০১৩

আত্মমগ্ন কথামালা - ২৭

২৭ আমার একটা পছন্দের সংখ্যা। ভাবিনাই কথামালা ২৭-এ উলটাপালটা কিছু লিখবো। কিন্তু গতকাইলের ঘটনার পর, এখন লিখতেই হইতেছে...
 কাইল্কা যেই কাহিনী ঘটছে সেইটা হইলো যে, ৮৪ জন নাস্তিক ব্লগারের তালিকা বানানি হইছে। বাংলানিউজে ঘটনাটা দেখলাম...
 http://www.banglanews24.com/detailsnews.php?nssl=4ee2d7e9c5667e8e7efd3bfcda13e5d4&nttl=31032013185481

৮ ব্লগের ৮৪ ব্লগারের তালিকা হস্তান্তর ইসলামী চিন্তাবিদের


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: ইসলাম ও মহানবীকে (সা.) ব্লগে অবমাননার অভিযোগ তুলে ৮টি ব্লগের ৮৪ জন ব্লগারের তালিকা হস্তান্তর করেছেন একজন ইসলামী চিন্তাবিদ।

ইসলাম ও মহানবীকে অবমাননাকারীদের খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর গঠিত কমিটির কাছে ওই তালিকা দেন মোহাম্মদিয়া জামেয়া শরিফের উপদেষ্টা ইসলামী চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ মাহবুব আলম আরিফ। তিনি ওই ব্লগারদের ‘নাস্তিক’ বলে অভিযুক্ত করে তাদের শাস্তির দাবি জানান।

রোববার সচিবালয়ে কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় ওই তালিকা হস্তান্তর করা হয়।

তালিকা গ্রহণের সময় অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার বলেন, ‘‘এ ব্যাপারে তদন্ত করে ‘নাস্তিক’ ব্লগার যারা ইসলাম ও মহানবীর অবমাননা করেছেন, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’’

‘‘ইতোমধ্যে অনেক অভিযোগ পাওয়া গেছে। এগুলো অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’’   

অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার জানান, কমিটির কাছে ফেসবুক ও ব্লগে আপত্তিকর বিষয়ে অভিযোগ জানাতে complainmoho@gmail.com ই-মেইলে অভিযোগ করতে বলা হয়েছে।

সুফিবাদে বিশ্বাসী মোহাম্মদিয়া জামেয়া শরিফের উপদেষ্টা ইসলামী চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ মাহবুব আলম আরিফ সভায় বলেন, ‘‘নাস্তিক হওয়া কারো ব্যক্তিগত বিষয়। তবে নাস্তিক হয়ে ইসলাম ও মহানবীর বিরুদ্ধে ব্লগে জঘণ্য লেখা অপরাধ। এটি নিয়মিত চালিয়ে যেতে না দিয়ে বন্ধ করা উচিত। যুদ্ধাপরাধের বিচার নিষ্কলুষ রাখতেই এটি সরকারের বন্ধ করা প্রয়োজন। অবমানকারী ব্লগাদের শাস্তির আওতায় আনতে হবে।’’   

মাহবুব আলম আরিফ বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘ব্লগ মাত্র ৪৮টি। অথচ আমরা জানি, ব্লগ পরিচালিত হচ্ছে ৩২৮টি। বিটিআরসি’র কাছে সঠিক তথ্য নেই।’’

তিনি বলেন, ‘‘এসব ব্লগে লেখা প্রকাশ করার ক্ষেত্রে সেন্সরশিপ আরোপ করতে হবে। সামহোয়ারইন, আমার ব্লগ, সোনার বাংলা, মতিকণ্ঠসহ বিভিন্ন ব্লগ জঘণ্য লেখা চালিয়ে যাচ্ছে।’’

‘‘সামহোয়ারইন একজন নাস্তিকের ব্লগ। নরওয়ে থেকে একজন খ্রিস্টান এটি চালাচ্ছেন। বাংলাদেশে পরিচালনা করছেন তার স্ত্রী  ফেরদৌস।’’

তিনি আরো বলেন, ‘‘চীনসহ বিভিন্ন দেশে ফেসবুক-টুইটার বন্ধ করা হয়েছে। বাংলাদেশেও ইসলাম বিদ্বেষী ব্লগ বন্ধ করে দিতে হবে। বিটিসিএল’র কাছ থেকে ডোমেইন না কিনে ব্লগ করার বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে।’’  

আল্লামা মাহবুব বলেন, ‘‘অনলাইন মনিটরিং সেল গঠন করতে হবে। ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে অবমাননাকারী ব্লগ পোস্ট বন্ধ করতে হবে।’’

সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে ইসলামী এই চিন্তাবিদ বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন ইসলাম ও মহানবীকে অবমাননা বরদাস্ত করা হবে না।’’

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৩
 যা হোক, এর কিছুক্ষণ পরেই এক বন্ধু ফোন দিলেন। দিয়ে বলছেন আপনার নামও তো আসছে। আমি জিগাইলাম কই? উনি আরেকটা অনলাইন পেপারের লিংক দিলেন।

http://www.natunbarta.com/si-tech/2013/03/31/18939/

Sun, 31 Mar, 2013 03:07:22 PM
ইসলাম সম্পর্কে কটূক্তি
৮৪ ব্লগারের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক
নতুন বার্তা ডটকম
ঢাকা: ইসলাম ধর্ম ও মহানবী হজরত মোহাম্মদ সা. সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারী ব্লগার ও ফেসবুক ব্যবহারকারীদের  মধ্যে  নয়টি ব্লগের ৮৪ জনের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কটূক্তিকারীদের শনাক্তে গঠিত নয় সদস্যের কমিটির সঙ্গে দেশের আলেম সমাজের বৈঠকে এ তালিকা হস্তান্তর করা হয়।
কমিটির সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকার সাংবাদিকদের জানান, “অভিযোগ জানানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ইমেইল (complainmoha@gmail.com) অ্যাকাউন্ট খোলা হয়েছে।

তিনি জানান, ইসলাম ধর্ম ও মহানবী সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারীদের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ চাওয়া হয়েছে আলেম সমাজের কাছে। ইতিমধ্যে এই কমিটির কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। এগুলো দ্রুত আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো হবে অনুসন্ধানের জন্য। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, “নতুন খোলা ইমেইলে যে কেউ নির্দিষ্ট অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি লেখাটিও এখানে পাঠানোর জন্য বলা হয়েছে।”

এ সময়  দৈনিক আল ইহসান পত্রিকার সম্পাদক আল্লামা মুহাম্মদ মাহবুব আলম আরিফ বলেন, “ব্লগারদের নেতৃত্ব দিচ্ছেন আসিফ মহিউদ্দিন। তার নেতৃত্বেই এসব চলছে।” 

তিনি বলেন, “বাকস্বাধীনতার নামে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মোহাম্মদ সা. সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারী নাস্তিকতারই নামান্তর। এদের নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ভারতের কোনো ব্লগে বাংলাদেশীরা কোনো মন্তব্য করতে পারে না। অথচ বাংলাদেশের ব্লগে ভারতীয়রা মন্তব্য করতে পারেন।”

তিনি অভিযোগ করেন বিটিআরসি তাদের কাজ করছে না। এ জন্য একটি মনিটরিং সেল গঠন করে এর প্রতিকারের ব্যবস্থা করা দরকার বলেও মন্তব্য করেন তিনি। সরকারের নিজ উদ্যোগে একটি মামলা করার সুপারিশও করেন আলেমরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেসব ব্লগারের তালিকা দেয়া হয়েছে তারা হলেন: আরিফুর রহমান, মনির হাসান, বৃত্তবন্ধি, সবাক, শয়তান, মনজুরুল হক, কখগ, রাসেল, নাস্তিকের ধর্মকতা, দূরের পাখি, আরিফুল হক তুইন, তিতি আনা, নাজিম উদ্দিন, আলমগীর কুমকুম, ফরহাদ ইদ্দন স্বপন, দুস্যবনহুর, ফারহানা আহমেদ, ঘনাদা, রাহান, অন্যকেউ, পাপী০০৭, হোরাস, প্রশ্নোত্তর, ভালমানুষ, ভন্ডপীর, বৈকুন্ঠ, সত্যান্বেষী, পড়ুয়া, হাল্ক (সানাউল) বিপ্লব০০৭, রাস্তার ছেলে, ঘাতক, বিশাল বিডি, সাহোশি৬, লাইটহাউজ, মমতা জাহান, রাতমজুর, কৌশিক, মেঘদুত, স্বপ্নকথক, প্রায়পাস, আহমেদ মোস্তফা কামাল, লুকার, নুহান, সোজাকথা, ট্রানজিষ্টার, দিওয়ান, রিসাত, আমি এবং আধার, অরন্যদেব, কেল্টুদা, আমি রোধের ছেলে, ভিন্নচিন্তা, আউটসাইডার ও প্রণব আচার্য।

এছাড়া এ তালিকার বাইরে যেসব ব্লগারের নাম জমা দেয়া হয়েছে তারা হলেন: আসিফ মহিউদ্দিন, আবুল কাশেম, আলমগীর হোসেন, অন্য আজাদ, অনন্ত বীজয় দাস, আশীষ চ্যাটার্জি অভিজিত রায়, বিপ্লব কান্তিদে, দাড়িপাল্লা ধমা ধম, নিতাই ভট্রাচার্য, ইব্রাহীম খলিল সবাগ, (সুমন সওদাগর) কৈশীক, আহমেদ, নুরনবী দুলাল, পারভেজ আলম, রাজিব হায়দার শোভন (থাবাবাবা), রতন (সন্যাসী, সৈকত চৌধুরী, শর্মী আমিন, সৌমিত্র মজুমদার (সৌম্য), আল্লামা শয়তান, (বিপ্লব) শুভজিদ ভৈৗমিক, সুমিত চৌধুরী, সৈকত বড়ুয়া, সুব্রত শুভ ও সুসান্ত দাস গুপ্ত।

নতুন বার্তা/এইচআর/জবা
দেখে বেশ মজা পাইলাম, লিস্টিটা করসে দৈনিক আল ইহসান নামের একটা পত্রিকার সম্পাদক। যেই চোদনারা বেশ কিছুদিন ঢাকার দেয়ালে দেয়ালে ইসলামের ভুল ব্যাখ্য দিয়া দেয়াল লিখন লিখা রাখতো।
এক দুইটা উধারণ দেখিঃ-
১।রোজা রেখে ইঞ্জেকশন নেয়া হারাম
 ২।ইসলামে নারী নেতৃত্ব হারাম

আরো মজা পাইলাম দেইখা যেই ব্লগারগো নাম দেয়া হইছে তাদের বেশীরভাগই সেই ২০০৯-১০ এর থেকে ব্লগানি অফ কইরা দিছে। সব পুরানা নিক। যেগুলার কিছু আছে গালিবাজি করছে হয়তো কটুক্তিও করছে ইসলামেরে নিয়া আবার কিছু আছে যেগুলা যৌক্তিক আলোচনাও করছে। আবার একজনের নাম আছে যে পুরাপুরি আস্তিক মানুষ। ঘটনা হইতেছে এই নিকগুলা পুরানা, এবং এমন একজনের নাম আছে যারে কোনোদিন প্রকাশ্যে নাস্তিকতার চর্চা করতে দেখা যায় নাই। আমার মনে হইতেছিলো, এই লিস্টিটা এমন কেউ একজনের কইরা দেওয়া যার এই লোক গুলার উপরে যার পার্সোনাল খার রইছে। আরেকটা জিনিস ফিশি লাগতেছিলো, সেইটা হইলো ছবিরহাটের ইমনের দোকানে সিন্ডিকেট ব্লগিং এর অন্যতম একজন, ছিপি ভাই তার ভক্তকুল নিয়া উপস্থিত আছিল। এই পুরা শাহবাগ আন্দোলনের একটা দিনও তারে এলাকায় দেখিনাই। কিন্তু একেবারে লিস্টি প্রকাশের দিনেই ভক্তকুল নিয়া একেবারে আমাগো আড্ডাস্থলে উপস্থিত দেইখা খানিক অবাকই হইছি।

যাই হউক, রাত পর্যন্ত বেশ মজাতেই ছিলাম। বাসায় ফিরে আমরাবন্ধু ব্লগে শওকত মাসুম ভাইয়ের একটা লেখা পড়লাম ভয়ঙ্কর এক তালিকা শিরোনামে। লেখার কনটেন্ট দেখে আতংকিত না হবার কোনো কারণ দেখতেছি না। সো, এখন আমি কিছুটা আতংকিতই লিস্টিতে নাম উঠায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন