মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪

সাত বিয়োগ চব্বিশ...

তোমার বেদনামাখা আকাশের রঙ
মাঝে মাঝে পেঁজা স্মৃতিমেঘ
কিছুটা বিষণ্ণতার ছোঁয়া লেগেছিলো হঠাত
কেঁদেছিলেও বুঝি কিছুটা
জানতে দাওনি,
জানতে চায়নি
প্রতিজ্ঞার বেড়াজালে আটকে থাকা মন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন