সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪

শ্রীময়ী, তোমাকে... [১০]


প্রিয় শ্রীময়ী,

ঘুমের নৈঃশব্দও এত সুরেলা হয়, তোমার সাথে পরিচয়ের আগে জানাই হয়নি কোনোদিন...

রোদেলা বিকেলটা এক লহমার আদুরে ছোঁয়া দিয়ে চলে গিয়েছিলো সন্ধ্যার পথে, উত্তুরে হাওয়ার গান গেয়ে...

পথে, দ্বিধাগ্রস্ত হাত রেখেছিলে। কিছু কথা এলোমেলো, কিছু স্মৃতি অগোছালো। ফেলে আসা পথে মার্চ করে আসছিলো শহুরে কুয়াশার পদাতিক বাহিনী। কিছু পদাতিক হঠাতই পথ ভুলে চলে আসছিলো চোখের কার্ণিশে...

নাগরিক জঙ্গলে জোনাক জ্বলেনা, নয়তো তোমায় জোনাকজ্বলা একমুঠো রাত উপহার দিতাম। সাথে থাকতো ঝিঁঝিঁদের আনন্দগীত...

স্বপ্ন দেখো শ্রীময়ী, বাঁচার প্রেরণা লুকিয়ে থাকে স্বপ্নের গর্ভেই...

ইতি,
তোমারই আমি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন