বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০০৮

কী??

কিছুদিন হলো কিছুই ভালোলাগছেনা।
কিছুই না!
যেতে হয় তাই অফিসে যাওয়া!
খেতে হয় তাই খাওয়া!
আচ্ছা ইচ্ছেরা মরে গেলে কী মানুষ বাচে??
ইচ্ছেরা সব ডানা ছেড়া প্রজাপতির মত ঠোকর খায়!
জড়িয়ে যায় অশ্লীল মাকড়সার জালে!
পেটমোটা মাকড়সাগুলো শুষে নেয়
ফুল,
প্রজাপতি,
রোদ,
মেঘ,
জোছনা
স ব,,,,
স অ ব,,,,,
স অ অ ব কিছু।

২৭ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৮
http://www.somewhereinblog.net/blog/0shuvoblog/28782987

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন