আমি কেনো?
আমরা কেনো?
স্বাধীনতা কেনো?
কোনো কেনোরই উত্তর পাইনা....
উত্তরের আশায় ঘুরি সবার কাছে....
আকাশ,
মেঘ,
ফুল,
পাখি,
জোছনা,
বৃষ্টি,
কেউ কি পারেনা উত্তর দিতে?
হতাশা গ্রাস করে চেতনাকে,
হৃদপিন্ড খামচে ধরে বেদনা,
বৃত্তবন্দী আশারা পালাবার পথ খুঁজে নেয়...
পথ খুঁজে নেয় অশ্লীল নেশার অদম্য আশ্রয়ে।
২৯ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৩৪
http://www.somewhereinblog.net/blog/0shuvoblog/28783388
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন