আমার এই হাতুড়ে কাব্যের কোন উপযুক্ত নাম পাচ্ছিনা
ঘাসফুলে মেখে আসে আঁধারের গন্ধ
সুগভীর সুললিত কাঁচপোকা অন্ধ,
নীল মেঘ ছুয়ে রাখে বরষার ভাবনা
ছাই রঙা অ্যাসফল্ট নদীদের চেতনা,
জলপথে ছুটে চলে নিউক্লীয় ফিউশন
কাঁধ পেতে তুলে নেই শত শত ইমোশন,
ডিগ্রীটা বেঁধে নিয়ে সকালের বাতাসে
দ্রুতহাতে শুয়ে পরি দুঃখেরই বিলাসে,
ভাঙ্গা ট্রাক বসে রয় পথিকের আদরে
ঝিঁঝিঁপোকা চুপ করে ঘুমভাঙ্গা চাদরে,
ধীর পায়ে ছুটে আসে অপলক তাড়না
আধোরাতে নেচে ওঠে পরকীয়া বেদনা,
কামাতুর চীৎকারে এলসিডি মনিটর
ফাঁকতালে বাধ সাধে ঘুমচোখা কবুতর,
অফিসের কিউবিকে এসি ধরা ভাবনা
রেইনকোট চুমে আসা আপ্লুত যাতনা।
...........................................................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন