আমি আকাশ দেখিনা,
তোমার দু চোখে খুঁজি
আমার সুনীল আকাশ।
আমি ফুল দেখিনা,
তোমার দু ঠোঁটে খুঁজি
আমার গোলাপ কলি।
আমি অরণ্য দেখিনা,
তোমার চুলের অরণ্যে
আমি খুঁজে ফিরি পথ।
আমি বৃষ্টি দেখিনা,
তোমার অশ্রুধারা
সেতো বরষারই প্রতিচ্ছবি।
আমি কবিতা পরিনা,
তোমার হাতের পাতাতেই
লেখা আমার প্রিয় পদাবলী।
আমি প্রকৃতির মাঝেই
খুঁজি তোমায়, কিংবা
তোমার মাঝেই খুঁজি প্রকৃতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন