তখন চৈত্র মাস।মনটাকে কাটলাম ফালি ফালি করে,মাংসের কিমা যেমন,পুরো মনটা ঠিক তেমন।তারপর একগুচ্ছ গোলাপ পাপড়ির মতছড়িয়ে দিলামচৈত্রের দুপুর রোদে।রোদ গুলো গোলাপের রং মেখেবিদায় নিলো নগর থেকে।জ্বলে উঠলো তিলোত্তমার তিল,ঠিক যেন নিগ্রো যুবতীর ঝকঝকে হাসি।জাম্বেজীর তীরের সবুজ গায়ে মেখে সূর্য জাগলো।তখনও চৈত্র মাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন