অস্তগামী চাঁদের সাদা জোছনা ছড়িয়ে পড়ে সবুজ চাদরে/ আলো অন্ধকার আটকা পড়ে মীনচোখ বৃত্তে/ মাৎসন্যায় ঘটে যায় রক্তমাখা তীর সঞ্চালনে/ সবাই বন্দী রয় বৃত্তে...
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০০৮
হাতুড়ে কাব্য-৬ (বৃত্ত, অধিবৃত্ত বা পরাবৃত্ত)
জলসিঁড়ি ভেঙ্গে উঠে আসিঅবচেতনার ফ্লাইওভারে,যে পথ দিয়ে সহযেই এড়ানো যায়,এড়ানো যায় চেতনার ট্রাফিক জ্যামসোযা চলে যাওয়া যায়অচেতনতার মাল্টিস্টোরিড অফিসে,যেখানে অচেতন ম্যানেজিং ডিরেক্টরমগ্ন থাকে আত্মরতির আত্মতৃপ্তিতে।যেখনে বসে সহযেই মুছে ফেলা যায়বেদনার পরাবৃত্ত,ভালবাসার অধিবৃত্তকিংবা জীবনের এ্যাবসল্যুট বৃত্ত।তারপর তাকিয়ে থাকা নেশাতুর চোখেহ্যালোজেন লাইটের স্পর্শেঅদ্ভুত সজীব সবুজের দিকে।তবু চোখে বাধে কৃত্রিমতাযেন গোলাপ রঙা সাঁঝের স্তনেভালবাসাহীন অশ্লীল নাগরিক চুমুসবশেষেবিবেকের গলিত লাশের মিছিলস্বার্থের দেয়ালে দেয়ালে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন