আমার হৃদয় ছিঁড়ে উৎসর্গ করবোশুধু তোমার চরণে,যদি তুমি বলো.............আমার প্রতি ফোঁটা রক্ত দিয়ে তোমার আলতা বানাবোযদি তুমি বলো.............আমার অস্থিভষ্ম তোমারচোখের কাজল করবোযদি তুমি বলো..............আমি হাজার হাজার বছরনির্ঘুম কাটাবোযদি তুমি বলো..............যদি তুমি শুধু একবার বলোভালোবাসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন