আবার বেঁচে গেলাম!আজরাইল পায়ে হেটে ফিরে গেলেন হেড অফিসেবসের কাছে রিপোর্ট করতে হবে যে........তাঁর জান কবচের সাঁড়াশী,রূহ প্রিজার্ভের কন্টেইনার,ফেরার বাহনের চাবিসবকিছু পকেটমার হয়ে গিয়েছে।দায়ী?গুলিস্তানের কানা হেইল্যাই!এই নিয়ে নয় বার হলো।বস না আবার আর্লি রিটায়ারমেন্টে পাঠিয়ে দেয়?দুশ্চিন্তাগ্রস্ত জনাব আজরাইল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন