অস্তগামী চাঁদের সাদা জোছনা ছড়িয়ে পড়ে সবুজ চাদরে/ আলো অন্ধকার আটকা পড়ে মীনচোখ বৃত্তে/ মাৎসন্যায় ঘটে যায় রক্তমাখা তীর সঞ্চালনে/ সবাই বন্দী রয় বৃত্তে...
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০০৮
হাতুড়ে কাব্য-৯ (কেন্দ্রাভিমুখি টান)
অসভ্য শুঁয়োপোকার মত ট্রেনটা চলে গেলোবাসগুলো ছুটলো ব্যাস্ত কাঠপিপড়ের মত।বসে আছি এমনি এক কাঠপিপড়ের পেটেঅফিসীয় ব্যস্ততা.......সামজিক দায়বদ্ধতা......সবকিছু মিলে মিশে একাকারসাথে যোগ হয়েছে গ্রীষ্মীয় ঘেমো দুর্গন্ধআকাশটাও যেন কষ্ট পেতে ভুলে গিয়েছে।স্টপে দাঁড়াতেই সবার মাঝে প্রতিযোগিতাযে যার মত পিপড়ের পেটের মাঝে সেঁধিয়ে যেতে পারেসবারই ইচ্ছা পিপড়ার দেহাংশনিজ দখলে নেবারআরণ্যক নিয়ম এখনজনারণ্যের নবতর সংযোজনঅসুস্থ্য পিপড়া ধুঁকে ধুঁকে ছুটে চলেপৌনঃপুণিক গন্তব্যেঅনিন্দ্য বিস্ফোরন্মুখ অগ্নিগিরির কেন্দ্রাভিমুখে।পটভুমি:- সেদিন প্রথম বৃষ্টির আগের রাতে ঘামে ভিজে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন