শনিবার, ৬ ডিসেম্বর, ২০০৮

হাতুড়ে কাব্য-১০ (ইচ্ছে)

ইচ্ছে করে
পালিয়ে যেতে
সকাল, দুপুর
সন্ধ্যা, রাতে।
প্রবল ঝড়ে
মাঠের মাঝে
হঠাৎ করে
হারিয়ে যেতে।
চলতে চলতে
নোটিশ ছাড়া
মাঝ রাস্তায়
দাঁড়িয়ে যেতে।
মনের কাছে
চিঠি লিখে
মনের থেকে
বিদায় নিতে।
নিঃসংগতার
নিঃস্বর্গেতে
হারিয়ে নিজে
আবার পেতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন