হাতের মুঠোয় ধরে রাখি আকাশ,
চোখের তারায় বেঁধে নিই হৃদপিন্ড,
তপ্ত ঠোঁটের নিস্বঃ চুমুকে
ছিড়ে আনি জোছনা,
সূর্য কে সাজাই অনবদ্য সবুজে,
সাগরকে করি রক্তস্নাত,
চাঁদ ঢেকে দেই এমব্রায়োনিক ফ্লুইডে,
ভালোবাসা খুন করি অদম্য আবেগে,
সাজানো ডেস্কটপ করি এলোমেলো,
পূণঃ সৃষ্টির বেদনায়
হারানো সময় নতুন চেতনা
ফ্রয়েড, রবীন্দ্র, কাফকা, নজরুল .....
আনন্দ, নিরানন্দ, কাম, সংযম.....
নীল, ধূসর, খাকি, শ্যাওলা সবুজ........
তারপর কেবল তারাদের পানে ছুটে চলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন