শনিবার, ৬ ডিসেম্বর, ২০০৮

হাতুড়ে কাব্য- ১২ ( বন্দীত্ব )

প্রতিরোধ্য বৃত্তে থই থই জল
দরূদ জপছে বসে কংস মামার দল।
এ্যাশট্রে তে জমা হয় যত মনস্তাপ
সাজানো এ্যাপার্টমেন্টের ছাদ স্পর্শ করে
চোখ জলের বায়বীয় রূপকল্প
প্রবল প্রতিবাদে মগ্ন ব্যারিকেডে বাঁধা হাত
ঠুলি পড়া চোখে আশাদের মর্মনাদ
তৃষ্ণান্মোত্ত ঠোট ছুঁয়ে যায় শলাকার সিনথেটিক অংশ
আর কেবলই ঘুমিয়ে যায় পরশুরামের কুঠার
শেকল বদ্ধ হয় থরের হাতুড়ি
বেড়ি উঠে আসে আজরাইলের হাতেঅ
তঃপর ক্রোধ চেপে জেগে ওঠে
সকল হতাশা
সকল ঘৃণা
সংগ্রাম ফের বেঁচে ওঠার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন