রোদ্দুরে লাশের চিৎকার শুনি,
চড়ুইয়ের ধুসর পায়ের নখে
লাশের আর্তনাদ শুনি।
খানাখন্দে ভরা হাইওয়ে
লাশের মিছিলে কম্পিত,
লাল, কালো, সবুজ ব্যানার শোভিত।
লাশেরাও স্বপ্ন দেখে,
সাদা কালো লাল নীল
বহু রঙে বর্ণীল।
স্বপ্নীল দু চোখ মেলেচেয়ে থাকে লাশ,
জীবনের প্রতি আজো অভিলাষ।স্ব
প্নীল পীড়নে নেচে ওঠে
লাশের বিদীর্ণ হৃদয়, রক্ত,
কোষ, ডি.এন.এ, ক্রোমোজম।
সংগ্রাম; তৃণমূল থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন