রোজ রাতে চোখে
চিটাগুড় লেগে চটচট
করে ওঠে
ঘুমোতে গেলেই শব্দগুলো
কাঁটার মত ফোটে;
আমি ভাবি পথ,
দৃষ্টি আমার তপ্ত বিকেল রোদে,
খুঁজে ফেরে মাঠ
সজীব দুপুর
গড়াগড়ি দেয় ছাদে;
আমি আঁকি গান,
সুরেরা পালায়
চৈতালি নীল সাঁঝে;
জীর্ণ জামার,
শীর্ণতা ছুঁয়ে
সোনারঙা ভোর জাগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন