সোমবার, ১৫ ডিসেম্বর, ২০০৮

হাতুড়ে কাব্য-১৬ (দৃশ্যময় আগ্রাসন)

আমি উড়তে চেয়েছিলাম,
মেঘেরাও আমায় ডানা পাঠিয়েছিলো।
এমন সময় মুঠোফোনে অণুরনণ
ওপাশে তুমি
হয়ে গেলাম রাখালিয়া বাঁশি।
উদাসী দুপুরের মায়াসিক্ত
থরোথরো কেঁপে ওঠা সুরে
মেঘেরা নেমে এলো মাঠে।
বাস্তুচ্যুত হলো ঝিঁ ঝিঁ পোকা
কোলাব্যাঙের চকিত বিদ্যুৎ জিহ্বা প্রক্ষেপণে
নিমেষেই আবদ্ধ সাংসারিক বেড়াজালে।
টেবিলের সামনে বোর্ডপিন দিয়ে আটকানো মৃগনাভি নির্যাস--
যেন কমোন্মত্ত ভীষ্ম আজ
সরকারী নির্দেশে আবদ্ধ।
জন্মরোধকের নিবীড় স্পর্শে
অতৃপ্ততা।
বাষ্পরুদ্ধ চোখে জাগে
কুয়াশা মাখা রোদ।
অসংলগ্ন টি-পটের
পটচিত্র বেয়ে নামে
পেঁজা তুলো মেঘ
ম্যাটাডরের বাহুতেই যায়
ভালবাসাহীন বসুন্ধরা
_____________________________________________
(কাব্যের প্রথম দু লাইন "শিলাজিতের" "ফিসফিস" এ্যলবামের "উড়তে চেয়েছিলাম" গান অবলম্বনে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন