অস্তগামী চাঁদের সাদা জোছনা ছড়িয়ে পড়ে সবুজ চাদরে/ আলো অন্ধকার আটকা পড়ে মীনচোখ বৃত্তে/ মাৎসন্যায় ঘটে যায় রক্তমাখা তীর সঞ্চালনে/ সবাই বন্দী রয় বৃত্তে...
রবিবার, ১৮ জানুয়ারী, ২০০৯
হাতুড়ে কাব্য-১৮ (স্বপ্ন)
স্বপ্ন আঁকিস্বপ্ন বাধিস্বপ্ন করিচাষ,মাথার মাঝেকিলবিলে সবস্বপ্ন পোকারবাস।স্বপ্ন পোকাস্বপ্ন খোঁজেস্বপ্ন ভরামাঠে,মনের মতস্বপ্ন পেলেঠোঁটটা ডুবায়তাতে।ঠোঁট ডুবে যায়শরীর ডোবেস্বপ্ন ভরাডোবায়,স্বপ্ন পোকাখুব খুশি হয়স্বপ্ন যখনকাঁদায়।স্বপ্ন হাসায়স্বপ্ন কাঁদায়স্বপ্ন ভাঙ্গেগড়ে,ভাত ঘুমে যায়উদাস দুপুরস্বপ্ন নড়েচড়ে।দুপুর ফুরায়বিকেল জাগেসন্ধ্যে আসেধেয়ে,স্বপ্ন পোকারশরীর জাগেআঁধার ছোঁয়াপেয়ে।আঁধার মাখাস্বপ্ন তাতেআলোর ছায়াওথাকে,আলোআঁধারস্বপ্ন পোকাএকই পথেহাঁটে।চলতে পথেহাঁপিয়ে ওঠেঘুমিয়ে পড়েশেষে,সকালবিকেলসন্ধ্যাদুপুররাতের সাথেমিশে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন