রবিবার, ১৮ জানুয়ারী, ২০০৯

হাতুড়ে কাব্য-১৯ (জানিনা, বুঝিনা)

আকাশ ভেঙ্গে জোছনা ঝরছেঘাসের গন্ধে মাতোয়ারা ঘাসফড়িংমধুর লোভে ঘুরছে মৌমাছিযেন একটা আধিভৌতিক আবহ।সবকিছু ছাপিয়ে ওঠে চিৎকারবিভৎস, বিকৃত, লালসাপূর্ণ শীৎকার।তাদের চোখে এই সৌন্দর্য অসাড়;কিন্তু কেন?আসলেই কি দৈহিক সুখসব কিছুর উর্ধ্বে?জানিনা, বুঝিনা...এই ছোট্ট মাথায় কিছুই ধরেনা।..............................................হাঃ হাঃ হাঃ হাঃ হাঃএই না হলে তুমি খাঁটি.........খাঁটি কি?খাঁটি পাগল, আর কি?হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন