দুষ্টু হাওয়া, মিষ্টি হাওয়া,বুকের মাঝে অবাধ চাওয়া।শুনতে কি পাওরাখাল বাঁশি?দেখতে কি পাওসবুজ রাশি?তোমায় দেবো অবাক আদরভালোবাসার উষ্ন চাদরসবুজ রাশি, রাখাল বাঁশিমিষ্টি হাওয়ার দুষ্টু হাসি।__________________________________শানে নজুলঃ- কিছুদিন আগে সাময়িক প্রেমে পড়ছিলামতখন এইটা নাজিল হইসিলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন