অস্তগামী চাঁদের সাদা জোছনা ছড়িয়ে পড়ে সবুজ চাদরে/ আলো অন্ধকার আটকা পড়ে মীনচোখ বৃত্তে/ মাৎসন্যায় ঘটে যায় রক্তমাখা তীর সঞ্চালনে/ সবাই বন্দী রয় বৃত্তে...
রবিবার, ১৮ জানুয়ারী, ২০০৯
হাতুড়ে কাব্য- ২৯ (অফিসিক সময়ে)
অফিসিক সময়ে দেখলাম তোমাকেদুজনের মাঝে বসে আছো জড়সড় হয়ে,পুরুষ্করুণার শিকার হয়তোবা;সংযমক্লিষ্ট শরীর আরো সংকুচিত করে নিয়েছোআরো সংকুচিত, আরো সংকুচিত, আরো সংকুচিত, পারলে মিশে যাও সিটের সাথে।আনত চোখের দৃষ্টি মাঝে মাঝেই চলে যাচ্ছেছুটে চলা বা থেমে থাকা গাড়িগুলোর দিক।এই মাত্র বাঁপাশে বসা ঘুমন্তজন ঝুঁকে পড়লো তোমার উপর,চেহারায় বেদনার ছাপ নিয়ে হয়ে পড়লেআরো সংকুচিতডানের শুশ্রুমন্ডিত জনের ইচ্ছা হলো নিজের পেট চুলকাবার,তোমার দেহ ছুঁয়েই যেতে হবে তার হাতেরতাছাড়া অন্য রুট পরিচিত নেই হাতের।সময় হলো তোমার আরো আরো সংকুচিত হবার।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন