অস্তগামী চাঁদের সাদা জোছনা ছড়িয়ে পড়ে সবুজ চাদরে/ আলো অন্ধকার আটকা পড়ে মীনচোখ বৃত্তে/ মাৎসন্যায় ঘটে যায় রক্তমাখা তীর সঞ্চালনে/ সবাই বন্দী রয় বৃত্তে...
রবিবার, ১৮ জানুয়ারী, ২০০৯
হাতুড়ে কাব্য- ৩০ (হায়েনা আর শেয়ালের দাঁতের যুগলবন্দী) স্বরণ লালন ভাস্কর্য
ক্লীব মৌলবাদের অশ্লীল আঁচড়েনন্দনত্বত্ত পথ খুঁজে ফেরে ধর্মের কানাগলিতে,অদ্ভুত উল্লাসে মেতে ওঠে হায়েনারা,আর মানবতার সমাধি তৈরি হয়নির্বোধ কিছু টুপি দাঁড়ির জঙ্গলে।সুবিধাবাদী কিছু সুশীলতাজেগে ওঠে,নাম জপে মানবতার,ফেনা উঠিয়ে ফেলেমুক্তচিন্তা-দিন বদলের প্রেস্ক্রিপশন-দেশ-দশের প্রাপ্তি অপ্রাপ্তির কথায়,মারপ্যাঁচের ভিতরেও প্রকাশিত হয়ে পড়েব্যক্তিগত আক্রোশ।সুশীলতার আইফেল টাওয়ার,বস্তুত পর্যবসিত হয়পিসার হেলানো টাওয়ারে,সিংহভাগ হেলে পরে কিন্তুমৌলবাদের দিকেই।অশীল কিছু মানুষপথের ধারে হাতে হাত রেখেদাঁড়ায়,যেন গোরস্থানের সমাধি ফলক।পাতার মরমরমের শব্দেউচ্চারিত হয় প্রতিবাদ,যতক্ষণ ঝড় বয়ে যায়।একসময় নীরবতা নামে-অমাবস্যায় শশ্মানের স্তব্ধতা,মাঝে মাঝে শুনা যায়শেয়ালের ডাকআর মানবতার হাড় ভাঙ্গার শব্দ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন