[অনেক আগের লেখা হাতুড়ে]অস্তিত্বে আঘাত আমার,আহত অস্তিত্ব মাথাকুটে মরেশতাব্দীর সিংহদ্বারে।দ্বাররক্ষীর অঙ্গুলী হেলনেছুটে আসে সহস্র প্রহরী,আমায় নিক্ষেপ করে আঁধারে।নিষ্পেষিত নিঃশেষিত আমিসচেষ্ট হই।পুনরায় হাজির হইশতাব্দীর প্রবেশ ফটকে,দ্বাররক্ষীকে ভেট দেই আমার হৃদয়;প্রবেশ করি শতাব্দীর চাতালে,হৃদয় হীনতার অভিশাপ নিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন