ইনট্রোভার্ট স্বপ্নগুলোঝাঁঝালো রোদ মেখে জেগে ওঠেশীতেলা ওম জড়ানো লেপের ভাঁজে;আলতো জলস্পর্শেচোখের পাতা থেকেও বিদায়;মন ও মগজে জমতে থাকে বাস্তবতার পলির পরত,সাথে অতৃপ্ততার পলিপ্যাক।নিরানন্দ আনন্দরা খেলতে থাকেপরাবাস্তব ফ্লাডলাইটের আলোয়;চিৎকার করে ওঠে হাজারো অনুভুতিহীন দর্শক;শেষ রাতের শেষ সিগারেটের শুরুতেআবার হানা দেয় ইনট্রোভার্ট স্বপ্নগুলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন