বারকোডের আলো আঁধারীতেসুপ্ত প্রতিভা,রক্তাভ লেজারের আলতো চুমুতেইডিসপ্লেতে প্রকাশিত।পাঁড় মাছুড়ের চতুর ছিপ স্লাইডিং একানকো বিদ্ধ চকচকে বড়শীতে,ইনকাম না হলেকাল থেকে অবিরাম ভুখ হরতাল।আকাশ ছোঁয়া লোলচর্ম স্বপ্ন শুধুজুঁই সাদা একথালা ভাত;বুকের মাঝে আজও কি কেউ ডাকে'ইনকিলাব জিন্দাবাদ?'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন