রবিবার, ১৮ জানুয়ারী, ২০০৯

হাতুড়ে কাব্য-২৩ ("তুমি")

ব্লাডি মেরীর রূপালী গবলেটেছোট্ট একটা সিপ করেই,তুমি যা'গা করে নিলেআয়নার ইনভার্টেড কমার মাঝে।আঁটো করে বাধলে কাঁচুলী,শরীর ঢাকলে প্যারিস সুগন্ধীতে,ঠোঁট দুটোকে রাঙিয়ে নিলেগ্লিটারিং গ্লসি লিপস্টিকে,চোখের কোনে বুঝিবা একটু জলাভাস?তড়িৎ টিস্যু স্পর্শ করেইসাজালে সুক্ষ্ম কাজল পেন্সিলে;আঁখিপল্লবে হালকা মাশকারা।রাতের জন্য সাজটা কি একটু হালকা হলো?গালের দুপাশেতীব্র রুজ ছুঁইয়েস্কীনটোন টা কিছুটা আপ করে নিলে।এবার, ইনভার্টেড কমায় নিজেকে দেখেনিজেরই আরোপিত মুগ্ধতা।ভুলে কি গেছো মেয়ে?কিছু পরেই তোমায় ইনভার্টেড কমায়ফিরতে হবে আবার?এভাবে বহুবার প্রতিরাতে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন