(অনন্য অনুভূতি)
কখনও কি দেখেছো
চৈত্রের ছোঁয়া মাখা রাজপথ,
কার্তিকের রোদেলা অ্যাসফল্ট,
কখনও কি দেখেছো?
কখনও কি শুনেছো
নৈঃশব্দ্যের সুতীব্র আর্তনাদ,
অসহ্য নীরব কোলাহল,
কখনও কি শুনেছো?
কখনও কি বুঝেছো
আলোছায়া লুকোচুরি খেলা,
পাতা ঝরা বিষণ্ন সাঁঝবেলা,
কখনও কি বুঝেছো?
কখনও কি জেনেছো
রতিক্লান্ত ভালবাসা,
অবসন্ন ফিরে আসা,
কখনও কি জেনেছো?
________________________________________
চারবছর আগে লেখা একটা কবিতা হঠাৎ দিতে ইচ্ছে হলো তাই ই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন