দেয়ালে লেখা দেখলাম চোখ নেই।
খুঁজে বের করলাম নিজের তাগিদে
আমার চোখ দুটো দান করে দেবো,
আর পরে নেবো রঙিন পাথরের দুটি চোখ।
ক্লিনিকে ঢোকার সাথে সাথেই খুব যত্নের সাথে আপ্যায়ন করা হলো।
প্লেটে করে একজন মানুষের মাথা দেয়া হলো
যার কান দুটোর জা'গায় হাতির কান আছে।
এ্যটেন্ড্যান্ট জানালো উনি মাথা বিসর্জনের আগে
কানদুটো প্রতিস্থাপন করেছিলেন।
কাঁটা চামচটা তৈরি করা হয়েছে কারো দাঁতের ভগ্নাবশেষ দিয়ে।
এখানে পশুর সাথে মানুষের অঙ্গ প্রতিস্থাপন করা হয়
লেখা দেখলাম বুকলেটে।
আমিতো কেবলই নির্লিপ্তি চেয়েছিলাম।
বুঝিনি নির্লিপ্তির অপর নাম পাশবিকতা।
অস্তগামী চাঁদের সাদা জোছনা ছড়িয়ে পড়ে সবুজ চাদরে/ আলো অন্ধকার আটকা পড়ে মীনচোখ বৃত্তে/ মাৎসন্যায় ঘটে যায় রক্তমাখা তীর সঞ্চালনে/ সবাই বন্দী রয় বৃত্তে...
সোমবার, ১৬ আগস্ট, ২০১০
(চোখ নেই)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন