সোমবার, ১৬ আগস্ট, ২০১০

(টেরাকোটা স্বপ্ন)

স্বপ্ন গুলো এমনই হয়।
কেমন অবোধ্য সব কথামালা পরিয়ে দেয়
ছিঁড়ে নিয়ে হাইপোথ্যালামাস থেকে।
সাদাকালো মেঘ
লালনীল বৃষ্টি একরকম অধরাই থেকে যায়।

ব্যাখায় সারাবেলা কম পেয়েছি
স্বপ্ন ব্যাখায় তো আরো কম।
সোলেমানী খাবনামা হাতে বসে থেকেছি রাতের পর রাত
স্বপ্ন বাঁধতে পারিনি নিউজপ্রিন্টের হাতে,

চোখে জড়িয়ে এসেছে রাজ্যের গঁদের আঠা
বাঁশের কলমদিয়ে মুছেছি চোখ আর
আঁকিবুকি কেটেছি বুকের পাঁজরে
সবগুলো দুঃস্বপ্ন হয়ে ধাওয়া করে
আর ঘুম নেমে আসে সর্ষে ক্ষেতের আলপথে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন