সোমবার, ১৬ আগস্ট, ২০১০

(প্রেমিক কাহ্নপা)

কার না'য়ে আসা যাওয়া তোমার?

প্রেমিকের জন্য দাওয়ায় মাদুর বিছিয়ে
কার ঘরে যাও সুতো বুনতে?

যার জন্য নাচছো তুমি পদ্ম পাপড়ি চুমে; সে,
ঝুরি ভরে এনেছে সবুজ ঘাসের ফুল
সরোবর মন্থন করে ছিঁড়ে এনেছে পদ্ম শিকড়
গলায় দিয়েছে সাত শশ্মানের হাড়
গায়ে মেখেছে উদভ্রান্ত মনের অন্ধকার।

মুন্ডিত মাথার নগ্ন যোগীর কামস্পর্শে উদ্বেলিত বাগানকুঠিতে
ছুটে ছুটে যাও মৃত্যু সুখে বারবার।

জানো না?
এই আমিই একদিন তোমায় খুন করে
আত্মা টাকে ছিনিয়ে নেবো তোমার কাছ থেকে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন