সোমবার, ১৬ আগস্ট, ২০১০

(মাতাল বিরুপা)

দশম দরজায় অপ্রতিরোধ্য
সংকেত যখন ছায়া ফেলছিলো
তখন একজন নারী,
সুরা পাত্র হাতে একই সাথে ঢুকে পড়ে
দু'টি পান কক্ষে,
একবার ঢুকলে
বেরোবার উপায় নেই যেখানে।
দৃঢ় কাঁধের উপর বয়ে যাওয়া সহজিয়া বাতাস
আর দুপুরের রোদের খেলা একই সাথে
নিয়ে অনুপুংখ বিশ্লেষনে মাতে
মাতাল পৌরুষ।
তৃপ্তি কিংবা অতৃপ্তির দোলাচলে
বিবস্ত্র হয় অবশেষে একটি দোয়েলের লাশ।


______________________________________
সুপ্রাচীন চর্যাপদের কিছু পদ থেকে উৎসাহিত হয়ে লেখা।
এই পদ গুলোর লেখক ছিলেন বিরুপা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন