ফুলের হাসপাতালে পড়ে আছে বেওয়ারিশ স্বপ্নের লাশ
কিছুক্ষন আগেই বাস্তবতার বুলেট এসে খুন করেছে তাকে
বুলেট টা যখন স্বপ্নের শরীরে প্রবেশ করে তখন
আকাশ ছিলো
হয়তো কমলা রঙা মেঘের চাদরে পরিপুর্ণ যুবতী,
কিংবা হতেও পারে একাদশী চাঁদের নির্লজ্জ
দেহপসারীনী আচরনে বিরক্ত,
না হয় কুয়াশার আঁচলে মুখ ঢেকে রাখা কিশোরী
সুর্যের ছলকানো আলোয় উচ্ছসিত,
অথবা তারার চুমকি বসানো কালো বোরখার
রাতের মত ভীত।
আসলে,
স্বপ্ন মরে গেলে কি হয়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন