সোমবার, ১৬ আগস্ট, ২০১০

(ব্যবচ্ছেদ)

ক্ষুরধার স্কালপেল হাতে দক্ষ সার্জন
ব্যাস্ত নাগরিক
স্বপ্নের ব্যাবচ্ছেদ প্রক্রিয়ায়।
বয়ে যেতে থাকা রক্ত স্রোতের
অনূপুংখ বিশ্লেষণে
মত্ত জ্যোতিষী নস্ট্রাদামুস।
আর সম্পর্কের আধুনিকতা
সৃষ্টির রূপকল্প
আলোচনে মগ্ন মানব ও মানবী।
আমিতুমি
পার্মুটেশন্কম্বিনেশন
চালনায় সিদ্ধহস্ত সকলেই
প্রতিভাবান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন