শীতবন্দী ল্যম্পপোস্ট বেয়ে নামে
সোনালী সোডিয়াম অশ্রু
গরম তরলের স্পর্শ, কষাটে স্বাদে মাখামাখি করে দেয় জিহ্বা ও খাদ্যনালী
হাতের উপর জমতে থাকা মেঘেদের ভালোবাসা
আর শরীরের মায়া ফেলে চলে যেতে থাকা ধোঁয়ারা মিলেমিশে একাকার হয়ে যায় রাতের আবেশে। চারটি অথবা আটটি ছায়া দুলে দুলে চলে যায় অন্ধকারের দিকে। অন্ধকার মাঝে মাঝে ছলকে ওঠে হলদে আলোর ঢিলে, নৈঃশব্দ্যের কোলাহল থেমে যায় শাব্দিক নীরবতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন